[email protected] মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৪ ২:১৩ পিএম

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোর ৫টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, তা নিশ্চিত করেনি পুলিশ।

তবে গত ২০ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় করা অন্তত আটটি হত্যা মামলার আসামি গোলাম দস্তগীর গাজী।

মামলাগুলো হলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রমিক জনি, শফিক মিয়া ও আশিক মিয়া, সিদ্ধিরগঞ্জে গৃহবধূ সুমাইয়া আক্তার ও কিশোর হুসাইন, আড়াইহাজারে বিএনপি নেতা বাবুল মিয়া ও শফিকুল ইসলাম শফিক এবং রূপগঞ্জে স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলা।

গোলাম দস্তগীর গাজী ২০০৮ সাল থেকে টানা চারবার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্ব পান। ২০২০ সালে তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পান।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে। পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গোলাম দস্তগীর গাজী ২০০৮ সাল থেকে টানা চারবার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্ব পান। ২০২০ সালে তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পান।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে। পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর