[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

দুদকের সাবেক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরিতে ফেরানোর নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ১:১৪ পিএম

সংগৃহীত ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক হিসেবে কর্মরত থাকা অবস্থায় বরখাস্ত হওয়া মো. শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৯ জুলাই) বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন। এতে বলা হয়, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে শরীফ উদ্দিনকে সকল সুবিধা সহকারে চাকরিতে পুনর্বহাল করতে হবে।

আদালতে শরীফ উদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।

এর আগে, চাকরি থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। তার পক্ষে রিটটি দায়ের করেন ব্যারিস্টার মিয়া মোহাম্মদ ইশতিয়াক।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এ বিষয়ে কমিশনের তৎকালীন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা প্রজ্ঞাপন জারি করা হয়।

শরীফ উদ্দিন অভিযোগ করেছিলেন, চট্টগ্রাম ও কক্সবাজারে দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখায় তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তার এই বরখাস্তের ঘটনায় সামাজিক ও নাগরিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর