[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

বিগত তিন নির্বাচন বৈধ বলাদের পর্যবেক্ষণ করতে দেওয়া হবে না’- সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ ১:৪২ পিএম

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনকে "বৈধ" বলে প্রতিবেদন দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হবে না।

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কানাডার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, “অনেক বিদেশি পর্যবেক্ষক আগামী সংসদ নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন সংস্থা চিঠি দিয়ে আমাদের জানিয়েছে।

তবে যারা অতীতের বিতর্কিত নির্বাচনগুলো বৈধ বলে সার্টিফিকেট দিয়েছে, তাদের পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না।”

তিনি জানান, কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচন প্রস্তুতি, ভোটার সচেতনতামূলক কার্যক্রম এবং প্রশিক্ষণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

সিইসি আরও বলেন, “তারা (কানাডা) চাইছে, আমরা যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করি। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এর অপব্যবহার নিয়েও আলোচনা হয়েছে। তারা এ বিষয়ে পরামর্শ দেবে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে।”

তিনি জানান, ব্যালট প্রকল্পসহ অন্যান্য বিষয়ে কানাডা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর