অবৈধ সম্পদ অর্জন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নতুন করে অনুসন্ধানে আসা কর্মকর্তারা হলেন—ঢাকা পূর্ব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, বেনাপোল স্থলবন্দরের কমিশনার কামরুজ্জামান, কর অঞ্চল-৭-এর উপ-কর কমিশনার মামুন মিয়া, আয়কর গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা এবং কর অঞ্চল-২-এর কর পরিদর্শক লোকমান আহমেদ।
এই পাঁচজনসহ মোট ১৬ জন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে বর্তমানে অনুসন্ধান চালাচ্ছে দুদক। বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে কর ফাঁকির সুযোগ, ঘুষ গ্রহণ এবং করদাতাদের হয়রানির অভিযোগে আরও ১০ জন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
তাদের মধ্যে রয়েছেন—
এর পাশাপাশি, গত ২৯ জুন আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত জানায় দুদক। এদের অধিকাংশই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য ছিলেন।
তারা হলেন—
দুদক জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: