ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর চাঁনখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চে শুনানি শেষে আদেশের এ দিন নির্ধারণ করা হয়।
সেদিন সকালে মামলার গ্রেপ্তার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক মো. আরশাদ হোসেন এবং কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের সময় ঢাকার চাঁনখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে ৬ জন নিহত হন। নিহতদের মধ্যে আনাস নামে একজন ছাত্রও ছিলেন, যিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে মারা যান বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই এ ঘটনায় বিচার দাবিতে সরব হন বিভিন্ন পক্ষ।
এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ কর্মকর্তাসহ আটজন পুলিশ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত ২০ এপ্রিল পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেয়। একই সঙ্গে ২৫ মে ট্রাইব্যুনাল মামলার অভিযোগ আমলে নেয়।
মামলার আসামি মোট ৮ জন, যাদের মধ্যে ৪ জন বর্তমানে পলাতক এবং ৪ জন কারাগারে রয়েছেন।
পলাতক আসামিরা হলেন:
গ্রেপ্তার ও হাজিরকৃত আসামিরা হলেন:
পলাতক চার আসামিকে আদালতে হাজির করতে গত ৩ জুন একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে ২২ জুন পরবর্তী শুনানি হয়। বৃহস্পতিবারের শুনানিতে অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন হয় এবং আদেশের জন্য ১৪ জুলাই তারিখ নির্ধারণ করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে ৬ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ডিএমপির সাবেক কমিশনারসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই। চার আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে, বাকি চারজন পলাতক।
এসআর
মন্তব্য করুন: