[email protected] শুক্রবার, ৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই ২০২৫ ১১:২৫ এএম

সংগৃহীত ছবি

আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।

বুধবার (২ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এর আগে সকালে প্রিজন ভ্যানে করে গ্রেপ্তার সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসে গত ১৯ জুন।

২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। পরে নিহতদের লাশ ও আহত ব্যক্তিকে একটি গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিহতরা হলেন—সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। অজ্ঞাতপরিচয় একজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। অভিযোগপত্রে নাম উল্লেখ রয়েছে ১১ জনের, যাদের মধ্যে আটজন কারাগারে আছেন। বুধবার সাতজনকে আদালতে হাজির করা হয়।

অভিযুক্তরা হলেন:

  • সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম
  • সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম
  • ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি
  • আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ (রনি)
  • ডিবি উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন
  • আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক
  • উপপরিদর্শক আরাফাত উদ্দীন
  • উপপরিদর্শক শেখ আবজালুল হক
  • উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা
  • উপপরিদর্শক কামরুল হাসান
  • কনস্টেবল মুকুল চোকদার

মোট ১৬ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলেও বাকিদের পরিচয় প্রসিকিউশন পরে প্রকাশ করবে বলে জানা গেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর