[email protected] শুক্রবার, ৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আবু সাঈদ হত্যা : ২৬ পলাতকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৫ ৪:১২ পিএম

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রহমানও রয়েছেন।

সোমবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। এর আগে সকালে মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।

তদন্তে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও তৎকালীন মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ মোট ৩০ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। গত ২৪ জুন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও জমা দেওয়া হয়।

মামলার চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন—বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। সহপাঠীদের সঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। তার মৃত্যুর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং কোটা সংস্কার আন্দোলন আরও বেগবান হয়।

আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর