নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী ও গ্রুপটির পরিচালক নাসরিন ইসলামের নামে থাকা দুটি ফ্ল্যাট জব্দ এবং ৫৫টি কোম্পানির বিপুল পরিমাণ শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদক জানায়, জব্দ করা ফ্ল্যাট দুটি রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় অবস্থিত, যেগুলোর আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। এছাড়া অবরুদ্ধ করা হয়েছে ৫৫টি কোম্পানির বিপুল সংখ্যক শেয়ার।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক মো. শিহাব সালাম আদালতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, মিসেস নাসরিন ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের বাইরে ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তদন্তে দেখা যায়, আসামি ওই সম্পদ বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন, যা রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এ প্রেক্ষিতে সম্পদ জব্দ করা জরুরি হয়ে পড়ে।
দুদক বলছে, মামলাটি এখনো তদন্তাধীন। তাই এসব সম্পদ বিক্রি বা স্থানান্তর ঠেকাতে আদালতের এ আদেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: