[email protected] শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২

জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিয়ে অধ্যাদেশ জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুন ২০২৫ ১:০০ এএম

লোগো

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের ‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার।

মঙ্গলবার (১৭ জুন) আনুষ্ঠানিকভাবে এ অধ্যাদেশ জারি করা হয়। এতে জুলাই অভ্যুত্থানে আহতদের তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে এবং তাদের পুনর্বাসন ও কল্যাণে বহুমুখী কর্মসূচির কথা বলা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি প্রতারণার মাধ্যমে নিজেকে শহীদ পরিবারের সদস্য বা আহত যোদ্ধা হিসেবে দাবি করেন কিংবা মিথ্যা তথ্য দিয়ে সরকারি সুবিধা গ্রহণ করেন, তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ড অথবা গ্রহণকৃত সুবিধার দ্বিগুণ অর্থদণ্ড আরোপ করা হবে।

অধ্যাদেশে বলা হয়েছে,

“যদি কোনো ব্যক্তি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য বা আহত জুলাই যোদ্ধা না হয়েও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা জ্ঞাতসারে মিথ্যা তথ্য দেয় অথবা বিভ্রান্তিকর নথিপত্র জমা দিয়ে চিকিৎসা, আর্থিক সহায়তা বা পুনর্বাসন সুবিধা দাবি বা গ্রহণ করেন, তাহলে তাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট দণ্ডে দণ্ডিত হবেন।”

পুনর্বাসন কর্মসূচি:
অধ্যাদেশে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে—

  • শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি,
  • দক্ষতা ও অভিজ্ঞতাভিত্তিক প্রশিক্ষণ প্রদান,
  • যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা,
  • আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ ও অন্যান্য সহায়তা,
  • প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান।

সরকার আশা করছে, এই অধ্যাদেশের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া এবং ত্যাগ স্বীকারকারী নাগরিকদের যথাযথ মর্যাদা ও সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর