[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২

সবার জন্য জরুরি বার্তা দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুন ২০২৫ ৯:৪৩ পিএম

সংগৃহীত ছবি

দেশজুড়ে মাইক্রোবাসে যাত্রী তুলে অভিনব কৌশলে প্রতারণার ঘটনা বাড়ছে—এমন তথ্য জানিয়ে সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

আজ বুধবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকচক্র দেশের বিভিন্ন এলাকায় মাইক্রোবাসে সাধারণ যাত্রীদের উঠিয়ে নির্জন স্থানে নিয়ে যাচ্ছে। এরপর তাদের জিম্মি করে অর্থ ছিনিয়ে নিচ্ছে।

কোনো কোনো ক্ষেত্রে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ভুক্তভোগীদের পরিবার থেকে বিকাশে অর্থ আদায়েরও অভিযোগ পাওয়া গেছে।

এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে পুলিশ সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে অচেনা কোনো মাইক্রোবাস বা অনুরূপ যানবাহনে রাস্তা থেকে না ওঠার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, যাত্রাপথে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো খাবার গ্রহণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অজ্ঞান পার্টি কোন ক্ষতি করতে না পারেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর