[email protected] সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

চাকরিচ্যুত সেনা সদস্যদের বিক্ষোভ নিয়ে অবস্থান স্পষ্ট করল আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে ২০২৫ ১:০৫ এএম

সংগৃহীত ছবি

চাকরি ফিরে পাওয়াসহ বিভিন্ন দাবিতে বরখাস্ত ও অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনা সদস্যদের বিক্ষোভের বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১৮ মে) জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভের পর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু সাবেক সেনা সদস্য চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ কয়েকটি দাবিতে প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ করেছেন এবং বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল তাদের সঙ্গে সাক্ষাৎ করে ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে বক্তব্য শোনেন এবং প্রচলিত বিধি অনুসারে দাবিগুলোর সুষ্ঠু বিবেচনার আশ্বাস দেন। একইসঙ্গে এসব অভিযোগ ও দাবিসমূহ তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের মাধ্যমে নয়, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরাসরি উপস্থাপন করার পরামর্শ দেন।

আইএসপিআর জানায়, গত ১৪ মে সেনাবাহিনী জানিয়েছিল— চাকরি ফিরে পেতে সাবেক সদস্যদের পাঠানো ৮০২টি আবেদন গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ১০৬টি ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়াধীন।

তবে আইএসপিআর দুঃখ প্রকাশ করে জানায়, দিনের শেষভাগে বিক্ষোভকারীদের মধ্য থেকে কিছু উশৃঙ্খল ব্যক্তি প্রতিনিধি দলের গাড়ির পথরোধ করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দেয়।

দুবার সফল বৈঠকের পরও এমন আচরণ সেনাবাহিনীর ঐতিহ্য ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংঘাত এড়াতে সেনাবাহিনী সর্বোচ্চ সহনশীলতা দেখালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কিছু অংশগ্রহণকারীকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।

বিজ্ঞপ্তির শেষ অংশে বলা হয়, সেনাবাহিনী এই বিষয়টি সর্বোচ্চ মানবিকতা, সহমর্মিতা ও শৃঙ্খলার সঙ্গে বিবেচনা করছে। সকল পক্ষকে সংবিধান ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর