রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি মুলতবি করা হয়েছে।
আগামীকাল বুধবার (১৪ মে) পুনরায় এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মঙ্গলবার সকালে শুনানি শুরু করেন এবং পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার নাজিব মোমেন।
আদালত কক্ষে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
এর আগে, গত ৭ মে আপিল বিভাগ মঙ্গলবার (১৩ মে) শুনানির জন্য দিন নির্ধারণ করেন। উল্লেখযোগ্য যে, ১২ মার্চ প্রথমবারের মতো জামায়াতের নিবন্ধন বাতিল সংক্রান্ত আপিলের শুনানি শুরু হয়, তবে এরপর দীর্ঘদিন শুনানি স্থগিত ছিল।
এসআর
মন্তব্য করুন: