[email protected] সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে ২০২৫ ১২:১২ পিএম
আপডেট: ১২ মে ২০২৫ ১২:১৫ পিএম

জুলাই-আগস্টে ছাত্র ও জনতার আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন হস্তান্তর করেন।

সূত্র জানায়, এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এটিই প্রথম তদন্ত প্রতিবেদন, যেখানে তাকে ওই সময়কার ঘটনার নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গতকাল রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, সোমবার (১২ মে) প্রতিবেদনটি দাখিলের কথা রয়েছে।

এর আগেই, ৯ মে নিজের ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উল্লেখ করেছিলেন, তদন্ত প্রতিবেদন দাখিলের পর ফরমাল চার্জ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর