[email protected] রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে ২০২৫ ১২:২০ এএম

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সোমবার (১২ মে) চিফ প্রসিকিউটরের কাছে এই প্রতিবেদন জমা দেবে। এ উপলক্ষে ওই দিন দুপুর ১টায় সংবাদ সম্মেলন আয়োজন করবে প্রসিকিউশন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত তিনজন ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ অনুযায়ী গণহত্যার নেতৃত্ব দিয়েছেন।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, প্রতিবেদন জমা পড়ার পর আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হবে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠনের পর প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে, যা পরে আরও দুইজনকে যুক্ত করে সম্প্রসারিত হয়।

এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনবার বাড়ানো হয়, সর্বশেষ ২৪ জুন পর্যন্ত সময় থাকলেও তার আগেই প্রতিবেদন প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র।

এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে—একটি গুম-খুনের অভিযোগে এবং অন্যটি হেফাজতের শাপলা চত্বরের ঘটনার প্রেক্ষিতে।

চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় ইতোমধ্যে ডিএমপির সাবেক কমিশনারসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ওই মামলায়ও চলতি সপ্তাহেই ফরমাল চার্জ দাখিলের কথা রয়েছে, যা দিয়ে আনুষ্ঠানিকভাবে জুলাই গণহত্যার বিচার শুরু হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর