ঢাকা রেঞ্জের অধীনে কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
তিনি জানিয়েছেন, এমন কোনো তৎপরতা চোখে পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১১ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিআইজি রেজা বলেন, “নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। অতীতে পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করানো হয়েছিল, তবে এখন থেকে যদি কোনো পুলিশ সদস্য অনৈতিক বা অপরাধমূলক কাজে যুক্ত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমরা চাই প্রতিটি থানা সাধারণ মানুষের আস্থার প্রতীক হোক। জনগণের অভিযোগ সরাসরি শোনা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংবাদ সম্মেলনে ডিআইজি রেজা আরও জানান, ‘টক টু ডিআইজি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে ঢাকা রেঞ্জ পুলিশ।
এই অ্যাপের মাধ্যমে নাগরিকেরা বাসা থেকেই মোবাইল ফোন ব্যবহার করে অপরাধসংক্রান্ত তথ্য জানাতে পারবেন কিংবা পুলিশের সহায়তা চাইতে পারবেন। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: