জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ের alleged গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী সোমবার (১২ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
শুক্রবার (৯ মে) এক ফেসবুক পোস্টে তিনি জানান, গণহত্যা মামলার পাশাপাশি রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে দাখিলের প্রস্তুতি নিচ্ছে প্রসিকিউশন বিভাগ।
চিফ প্রসিকিউটর আরও জানান, উভয় মামলার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এসআর
মন্তব্য করুন: