চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতে ইসলামীর এক নেতা দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামী।
বিবৃতিতে দেলোয়ারকে দলটির ‘শুভাকাঙ্ক্ষী’ ও ওয়ার্ড পর্যায়ের নেতা হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘এটি একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র, যার মাধ্যমে দলের ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।’
ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আবু তাহের অভিযোগ করেন, “একটি মহল ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে মিথ্যা তথ্য দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্তের দাবি করছি।”
অভিযানের বিষয়ে সাতকানিয়া সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন পারভেজ বলেন, “কাঞ্চনা ইউনিয়নে সাম্প্রতিক কিছু অপহরণ ও অপরাধে দেলোয়ার হোসেনের সংশ্লিষ্টতার তথ্য রয়েছে।
সেই সঙ্গে অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গেও তার নাম জড়িত রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে, যদিও তাকে বাড়িতে পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “সন্ত্রাস দমনে আমাদের কার্যক্রম দল-মতের ঊর্ধ্বে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।
এসআর
মন্তব্য করুন: