[email protected] বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি ১৩ মে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মে ২০২৫ ৬:০৪ পিএম

ফাইল  ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানির জন্য আগামী ১৩ মে (মঙ্গলবার) দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির মামলাটির দ্রুত শুনানির আবেদন করেন। পরে আদালত শুনানির জন্য আগামী ১৩ মে দিন নির্ধারণ করেন।

এর আগে, চলতি বছরের ১২ মার্চ আপিলের প্রাথমিক শুনানি শুরু হলেও এরপর আর শুনানি হয়নি। আসন্ন শুনানিতে জামায়াতের পক্ষে উপস্থিত থাকবেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক এবং শিশির মনির।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন ২০১৮ সালের ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এই রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত।

এছাড়া, ২০২৩ সালের ১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় জামায়াত ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ সংশ্লিষ্ট অঙ্গসংগঠনগুলোকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করে সরকার। তবে একই বছরের ২৮ আগস্ট এ নিষেধাজ্ঞা বাতিল করে পুনরায় প্রজ্ঞাপন জারি করা হয়।

পরে, ২০২3 সালের ১ সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধন পুনর্বহালের আবেদন খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার শুনানির জন্য দিন ধার্য করা হয়। এরপর ২২ অক্টোবর আপিল বিভাগ সেই আপিল পুনরুজ্জীবিত করে শুনানির পথ উন্মুক্ত করে দেয়। এর ফলে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন এবং নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ার আইনি প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারছে জামায়াত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর