 
                                                                        মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীনকে এক অজ্ঞাত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসীর পরিচয়ে ফোন দিয়ে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় তিনি সচিবের সন্তানকে অপহরণের হুমকিও দেন। এ ঘটনায় ২৪ এপ্রিল বৃহস্পতিবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাহেদা পারভীন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. নাজিমুল হায়দার।
জিডি সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল সকাল ১০টার দিকে ০১৭৮৪৯১৬৫০৪ নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি নিজেকে গাজীপুরের হাছান সরকারের ছেলে এবং শীর্ষ সন্ত্রাসী আরমান আলী পরিচয় দিয়ে অর্থ দাবি করেন।
ফোনালাপে হুমকিদাতা বলেন, “অন্যের ছেলেকে সহায়তা করলে নিজের ছেলেকে বাঁচাতে পারবেন, না হলে অপহরণ করা হবে।”
জাহেদা পারভীন বিষয়টিকে গুরুতর ও নিরাপত্তাজনিত উদ্বেগজনক মনে করে দ্রুত আইনগত সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: