[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

১১৭ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫ ১:০৩ পিএম

সংগৃহীত ছবি

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন দিন নির্ধারণ করেছেন আদালত।

আগামী ২১ মে প্রতিবেদন জমার নতুন তারিখ ঠিক করা হয়েছে। এ নিয়ে মোট ১১৭ বার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ছিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন। তবে মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব আদালতে কোনো প্রতিবেদন দাখিল করেনি। ফলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

তদন্তে ধীরগতি, রহস্য অধরাই

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন ভোরে উদ্ধার করা হয় তাদের ক্ষতবিক্ষত মরদেহ।

রুনির ভাই নওশের আলম রোমান ওইদিনই শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। প্রথমে তদন্ত করছিলেন থানার এক এসআই। পরে দায়িত্ব যায় ডিবির (ডিটেকটিভ ব্রাঞ্চ) হাতে। কিন্তু রহস্য উন্মোচনে ব্যর্থ হয়ে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

আট আসামি, কোনো স্বীকারোক্তি নেই

এই মামলায় মোট ৮ জন আসামি রয়েছেন। এদের মধ্যে অন্যতম হচ্ছেন রুনির বন্ধু তানভীর রহমান। অন্যান্য আসামিরা হলেন— বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে মাসুম/বারগিরা মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল এবং আবু সাঈদ।

তদন্তের বিভিন্ন সময়ে আসামিদের একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও কেউই এখন পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা

দীর্ঘ ১৩ বছরেও তদন্ত শেষ না হওয়ায় বিচারপ্রক্রিয়া শুরুই হয়নি। ফলে দোষীরা শাস্তির বাইরে থেকে যাচ্ছে এবং ভুক্তভোগীদের পরিবার এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর