[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

পুলিশের নতুন লোগো প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫ ২:২৬ পিএম

পুলিশের নতুন লোগো

বাংলাদেশ পুলিশের লোগোতে আসছে পরিবর্তন।

নতুন লোগোতে যুক্ত করা হয়েছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপর স্পষ্টভাবে লেখা থাকবে ‘পুলিশ’। তবে বাদ দেওয়া হয়েছে আগের লোগোর প্রতীক পালতোলা নৌকা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি নাছিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, বর্তমান মনোগ্রাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে এবং এটি কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

প্রজ্ঞাপন জারির পর দেশের সব পুলিশ ইউনিট ও জেলায় নতুন লোগো বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সংশ্লিষ্ট সব সামগ্রীতে নতুন লোগোর প্রস্তুতি নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালে পুলিশের বর্তমান লোগো পরিবর্তন করা হয়। সেখানে ছিল পালতোলা নৌকা, দুই পাশে ধান-গমের শীষ, ওপরে শাপলা এবং নিচে বাংলায় লেখা ‘পুলিশ’। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর