[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫ ১:৪৫ এএম

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মুহিদুল ইসলাম।

তিনি জানান, “গত মার্চ মাসে উত্তরা পশ্চিম থানায় তুরিন আফরোজের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

মামলার বাদী একজন গুলিবিদ্ধ আহত ব্যক্তি, যিনি দাবি করেন যে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় তিনি গুলিতে আহত হন এবং এখনো চিকিৎসাধীন রয়েছেন।”

তুরিন আফরোজ ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর