সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার এক নির্দেশনায় আইজিপি বলেন, “আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। চিহ্নিত করার কাজ চলছে এবং দ্রুত তাদের গ্রেফতার করা হবে।
তিনি আরও জানান, ন্যায়সঙ্গত কোনো আন্দোলনে সরকার বাধা দেয় না, তবে বিক্ষোভের আড়ালে কোনো অপরাধমূলক তৎপরতা বরদাশত করা হবে না।
এদিকে, চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের শুরুতেই ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি একে ‘ন্যাক্কারজনক দৃষ্টান্ত’ উল্লেখ করে বলেন, “যখন আমরা বৈশ্বিক বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করছি, তখন এ ধরনের হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলোর মধ্যে দেশি-বিদেশি উভয় বিনিয়োগকারী রয়েছেন, যারা দেশের অর্থনীতিতে অবদান রাখছিলেন।”
তিনি আরও বলেন, “এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতার বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রেরই অংশ।
এসআর
মন্তব্য করুন: