[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫ ৪:১৩ পিএম

ফাইল ছবি

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৬ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সাকিব আল হাসান দুদকের প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন, তবে তার বিরুদ্ধেও কিছু অভিযোগ রয়েছে, যা আমরা খতিয়ে দেখছি।"

তিনি আরও বলেন, "এটি এখনও অনুসন্ধান পর্যায়ে আছে। তদন্তে কী বেরিয়ে আসে, সেটির ওপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।"

দুদক চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, এখন পর্যন্ত কাউকে অভিযুক্ত করা হয়নি। সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিরূপণে নিয়ম অনুযায়ী প্রক্রিয়া চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর