protidinerbangla22@gmail.com সোমবার, ৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

টাঙ্গাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫ ৫:৩৬ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

টাঙ্গাইলের বড় বাসালিয়া ঈদগাহ মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

রোববার (৩০ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারিকৃত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, ঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা এড়াতে ঈদগাহ মাঠের চারপাশে ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা-সমাবেশ, শোভাযাত্রা, মিছিল, স্লোগান, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল বাজানো, লাঠিসোঁটা বা অস্ত্রশস্ত্র বহন, বিস্ফোরক দ্রব্য পরিবহন এবং অননুমোদিত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

জেলা প্রশাসক শরীফা হক জানান, ঈদের দিন (আজ) ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর