[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

অক্সফোর্ডের ওয়াধাম কলেজ অনারারি ফেলো হলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫ ১০:০৮ পিএম

ফাইল ছবি

আইন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে সম্মানসূচক ‘অনারারি ফেলোশিপ’ প্রদান করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াধাম কলেজ।

বুধবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতিকে আনুষ্ঠানিকভাবে ই-মেইলের মাধ্যমে এই সম্মাননার কথা জানানো হয়।

ওয়াধাম কলেজের ওয়ার্ডেন রবার্ট হ্যানিং চিঠিতে লিখেছেন, ‘ওয়াধাম কলেজের গভর্নিং বডি আপনাকে অনারারি ফেলোশিপ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়।’

সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াধাম কলেজ থেকে আইনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিচার বিভাগে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সংস্কারমূলক পদক্ষেপের জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়েছে।

গত বছর রাজনৈতিক অস্থিরতার পর দেশে গণতান্ত্রিক পরিবর্তনের ধারায় ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। দায়িত্ব গ্রহণের পরই তিনি বিচার বিভাগ সংস্কারের একটি রোডম্যাপ ঘোষণা করেন, যার অংশ হিসেবে স্বাধীন ও কার্যকর বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথক সচিবালয় গঠনের পরিকল্পনা করা হয়েছে।

ওয়াধাম কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফেলোশিপের মাধ্যমে তারা প্রধান বিচারপতির অসামান্য অবদানকে সম্মান জানাচ্ছে এবং ভবিষ্যতে কলেজের বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানাতে আগ্রহী।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এই বিরল সম্মাননা কেবল প্রধান বিচারপতির ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি নয়, বরং এটি বাংলাদেশের বিচার বিভাগের আন্তর্জাতিক মর্যাদার প্রতিফলন।’

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই সম্মাননা পেয়ে গর্বিত অনুভব করেছেন এবং এটিকে বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর