সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।
এর ফলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে, সোমবার রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন এবং পরবর্তী সময়ে আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৯৫(১)-এর ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী এবং প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়েছেন।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ১৯৮৩ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান।
২০০৫ সালে তিনি স্থায়ী বিচারক হন এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বিভিন্ন আলোচিত মামলার রায় প্রদান করেন।
বিচারপতি ফারাহ মাহবুব ১৯৯২ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০০৪ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৬ সালে তিনি স্থায়ী বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
এ নিয়ে বিচার বিভাগে গুরুত্বপূর্ণ এই নিয়োগ বিচার ব্যবস্থার কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসআর
মন্তব্য করুন: