[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

গুজব ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫ ২:৪১ এএম

ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী যে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করছে, তা দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে।

সোমবার ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে (অফিসার্স অ্যাড্রেস) তিনি এ কথা বলেন। বৈঠকে ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইন মাধ্যমে যুক্ত ছিলেন।

সূত্র জানায়, সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুজব, অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য নিয়ে আলোচনা করেন। তিনি সেনা কর্মকর্তা ও সৈনিকদের ধৈর্য ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং উসকানিমূলক কোনো ঘটনার প্রতি প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকতে বলেন। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর দায়িত্ব দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, কোনো গুজবে বিভ্রান্ত না হয়ে সতর্কভাবে পরিস্থিতি সামাল দিতে হবে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্পষ্ট করেন যে, দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তিনি সবাইকে এসব গুজবে কান না দিয়ে ধৈর্য ধরে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আসন্ন ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করে সেনাপ্রধান বলেন, কোনো পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি আরও জানান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি বাংলাদেশ সফরে এসে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। এছাড়া, ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দেওয়ার জন্যও তিনি বাহিনীর প্রশংসা করেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটারসের সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশ সেনাবাহিনীর কর্মদক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন।

এ ছাড়া, সেনাপ্রধান কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার জন্য ইফতার আয়োজনসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি জানান, তাদের সম্মানে সেনানিবাসে ইফতার আয়োজন করা হয়েছিল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর