[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ পুলিশি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৫ ১:১৫ এএম

ফাইল ছবি

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে নগরের আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৩ সালের ৪ আগস্ট শরীফ মাহমুদের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে কারফিউ জারি হয়েছিল।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, শরীফ মাহমুদকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না—এ প্রসঙ্গে ওসি বলেন, দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে একটি মামলা তদন্তাধীন রয়েছে। দুদকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শরীফ মাহমুদ প্রায় ১০ বছর তেজগাঁও-হাতিরঝিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রামে কর্মরত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর