[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

ঘুসগ্রহণ মামলায় তারেক রহমানসহ আট আসামি খালাস


প্রকাশিত: ২০ মার্চ ২০২৫ ১:৩৪ পিএম

ফাইল ছবি

একটি হত্যা মামলার আসামিকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ঘুস লেনদেনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহা. আবু তাহের এই রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, একটি শিল্পগোষ্ঠীর পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুস লেনদেনের অভিযোগ আনা হয়।

এক-এগারোর সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে। ২০০৮ সালের ১৪ জুলাই তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

তারেক রহমানের আইনজীবীরা বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। তারা এটিকে হয়রানিমূলক মামলা দাবি করে দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও মন্তব্য করেন।

আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, এই রায়ের ফলে তারেক রহমানের দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই।

বিচারিক আদালতে তার বিরুদ্ধে অন্য কোনো মামলাও নেই বলে জানান তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর