[email protected] মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১

এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১২৯ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫ ১:২৩ এএম

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ১২৯ জন কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৬২ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর (নিরস্ত্র), ৩৩ জন সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর (সশস্ত্র) এবং ৩৪ জন পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে উন্নীত হয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, যা তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে বলে আশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর