[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

আবরার ফাহাদ হত্যা মামলা: রায় ঘোষণা কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫ ২:৪১ পিএম

ফাইল ছবি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আগামী রোববার (১৬ মার্চ) ঘোষণা করা হবে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করবেন।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মামলাটি রোববার সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় ১ নম্বরে রাখা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। এরপর হাইকোর্ট বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ ও জামিউল হক ফয়সাল। আসামিপক্ষে আইনজীবী ছিলেন এস এম শাহজাহান ও শিশির মনির।

গত ১০ ফেব্রুয়ারি আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। ২০২২ সালের ৬ জানুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ থেকে মামলার ডেথ রেফারেন্স ও আপিলের নথিপত্র হাইকোর্টে আসে।

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এই মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে সহপাঠীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত হন আবরার ফাহাদ। পরদিন চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন তার বাবা বরকত উল্লাহ।

তদন্ত শেষে ১৩ নভেম্বর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর