[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

মোয়াজ্জিনকে গুলি, সাবেক ওসি নজরুলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৫ ৫:৪৭ পিএম

ফাইল ছবি

২০১৫ সালে কুমিল্লার নাঙ্গলকোটে এক মসজিদের মোয়াজ্জিনকে গুলি করে পঙ্গু করার অভিযোগে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার কুমিল্লা জেলা ও দায়রা আদালতে এ মামলা করেন ভুক্তভোগী মোয়াজ্জিন বেলাল হোসেন।

মামলায় ওসি নজরুল ইসলামের সঙ্গে আরও ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি "নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩" ধারায় দায়ের করা হয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন।

ভুক্তভোগী বেলাল হোসেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখার ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

তিনি জানান, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি রাতে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং নাঙ্গলকোটের লুধুয়া এলাকায় নিয়ে গিয়ে তার বাম পায়ে গুলি করে।

বেলাল হোসেনের দাবি, তৎকালীন ওসি নজরুল ইসলাম নিজেই গুলি চালান। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও উন্নত চিকিৎসার সুযোগ না পাওয়ায় শেষ পর্যন্ত তার পা কেটে ফেলতে হয়।

বেলাল হোসেন আরও জানান, গুলির পর তাকে বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখিয়ে এক বছর কারাভোগ করতে হয়। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে করা মামলা মিথ্যা এবং তিনি ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর