সরকার দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার প্রকাশের অনুমোদন (ডিক্লেয়ারেশন) বাতিল করেছে।
পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান অভিযোগ করেন যে, পত্রিকাটি অনুমোদিত ছাপাখানা থেকে ছাপা হচ্ছে না, তবে প্রিন্টার্স লাইনে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং কারণ দর্শানোর নোটিশসহ প্রাসঙ্গিক আইনি প্রক্রিয়া অনুসরণ করার পর, সরকার ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ১০ ধারা লঙ্ঘনের ভিত্তিতে পত্রিকাটির ঘোষণাপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়।
এ আদেশের ফলে ‘যায়যায়দিন’ পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে থাকা ঘোষণাপত্র কার্যকরভাবে বাতিল হলো।
এসআর
মন্তব্য করুন: