[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

অভ্যুত্থানের সময় জাতিসংঘ থেকে সেনাবাহিনীর কাছে কোনো বার্তা আসেনি: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ৩:৫৪ পিএম
আপডেট: ১০ মার্চ ২০২৫ ৩:৫৫ পিএম

বাংলাদেশ সেনাবাহিনী গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার থেকে কোনো বার্তা পায়নি বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার এক বিবৃতিতে আইএসপিআর জানায়, সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ‘হার্ডটক’ অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মন্তব্য নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

এতে বলা হয়, ওই সময় সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছিল। তবে আইএসপিআর স্পষ্ট করেছে যে, সেনাবাহিনী এ বিষয়ে কোনো বার্তা বা ইঙ্গিত পায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হতে পারে, তবে সেনাবাহিনী এ বিষয়ে অবগত নয়।

সেনাবাহিনী সর্বদা জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং মানবাধিকার ও আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

আইএসপিআর আরও জানায়, কিছু মহল ভলকার তুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপন করছে, যা সেনাবাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থেকে অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্ব পালন করবে।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

২০২৪ সালের আন্দোলন চলাকালে সেনাবাহিনী নিরপেক্ষতা বজায় রেখে জননিরাপত্তা নিশ্চিত করেছে এবং কখনো জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর