[email protected] মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১

পুলিশের গাড়ি নিয়ে ডাকাতি, পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ১২:৫২ এএম

ডাকাতি করতে গিয়ে আটককৃতরা

পুলিশের সরকারি গাড়ি ব্যবহার করে ডাকাতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বর্তমান ও সাবেক পুলিশ সদস্য এবং নৌবাহিনীর সাবেক এক সদস্য রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পুলিশ সদরদপ্তরে কর্মরত কনস্টেবল মো. রুবেল, চাকরিচ্যুত কনস্টেবল কাজল ইসলাম, চাকরিচ্যুত নৌবাহিনীর সদস্য রিয়াজুল জান্নাত, সিয়াদাত রাজ ও রহমত আলী।

শনিবার দিনভর র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পুলিশ সদরদপ্তরের একটি সরকারি গাড়ি ব্যবহার করে এই চক্রটি রাজধানীর নিউমার্কেট এলাকায় এক প্রবাসীর মালামাল লুট করে। পরে রূপগঞ্জের পূর্বাচল এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা আটক হন।

খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করে এবং দুজনকে আটক করে। পরে যৌথ অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৬ ভরি স্বর্ণালঙ্কার, সাতটি ল্যাপটপ, ২৮টি মোবাইল ফোন, ৫৩ কার্টন সিগারেট, বিভিন্ন প্রসাধনী, গুড়া দুধ, কাপড়, একটি প্রাইভেটকার, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর