রমজান ও ঈদকে কেন্দ্র করে রাজধানীর মার্কেট ও শপিংমলগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে, ফলে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (৮ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, আবাসিক এলাকা, মার্কেট ও শপিংমলে নিরাপত্তা জোরদার করতে বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলিয়ারি পুলিশ ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন আইন অনুযায়ী, এই ফোর্স সদস্যদের গ্রেপ্তারের ক্ষমতাও থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, রমজানে তারাবির সময় রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের উপস্থিতি কমে যায়, বিশেষ করে অলিগলিতে। এছাড়া, ১৫ রমজানের পর অনেকেই ঈদ উদযাপনের জন্য শহর ছাড়বেন।
এ সময় নিরাপত্তার স্বার্থে নিজ নিজ বাড়ি, ফ্ল্যাট, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, পুলিশের জনবল সীমিত হওয়ায় আইন অনুযায়ী সহযোগী পুলিশ ফোর্স গঠনের ক্ষমতা ডিএমপির রয়েছে। সেই ক্ষমতাবলে বেসরকারি নিরাপত্তা কর্মীদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা "সহায়ক পুলিশ কর্মকর্তা" নামে পরিচিত হবেন এবং আইনগত সুরক্ষা পাবেন।
সংবাদ সম্মেলনে ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: