লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবীর একটি বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
আইজিপি বাহারুল আলম স্বাক্ষরিত ওই প্রশংসাপত্রটি ডাকযোগে পাঠানো হয় এবং আজ শুক্রবার (৭ মার্চ) ওসি নূরনবীর হাতে পৌঁছায়।
এতে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়াতে তার ভূমিকার প্রশংসা করে আইজিপি লিখেছেন, "জনগণের আস্থা অর্জনে আপনার প্রচেষ্টা, সেবার মনোভাব ও পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে।
আপনার নেতৃত্বে লালমনিরহাট সদর থানা দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি আশা করি।"
এ প্রসঙ্গে লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, "ওসি নূরনবীর এমন উদ্যোগ জেলা পুলিশের জন্য গর্বের বিষয়।
আইজিপির শুভেচ্ছা বার্তা আমাদের আরও অনুপ্রাণিত করেছে। পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এটি এক নতুন মাইলফলক স্থাপন করবে।"
ভাইরাল হওয়া বক্তব্যে ওসি নূরনবী বলেন, "আমাকে স্যার বলার দরকার নেই, আমি জনগণের গোলাম। জনগণ আমাদের বেতন দেয়, তাই তারা মালিক, আর আমরা কর্মচারী।
থানায় মামলা করতে কোনো টাকা বা দালালের প্রয়োজন নেই। কেউ যদি টাকা দাবি করে, সরাসরি আমাকে জানান।"
স্থানীয়দের উদ্দেশে তিনি আরও বলেন, "মাদক সমাজের জন্য ক্ষতিকর। যুবসমাজ ধ্বংস হচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে।
আপনারা শুধু আমাদের খবর দেবেন, প্রয়োজনে আমি বা আমার টিম ব্যবস্থা নেবে। যদি কোনো অপরাধী হঠাৎ ধনী হয়ে যায় বা সন্দেহজনক আচরণ করে, তাহলে পুলিশকে জানান। জনগণের সহায়তা ছাড়া অপরাধ নির্মূল সম্ভব নয়।"
তিনি আরও বলেন, "ভালো মানুষ বেশি বেশি থানায় আসুন। এতে অপরাধীরা আতঙ্কে থাকবে। জনগণ যদি পুলিশের পাশে থাকে, তাহলে অপরাধীরা টিকতে পারবে না। আমি কারও ভোট চাই না, শুধু ভালোবাসা চাই। আমি ভালো কাজ করলে সমর্থন দেবেন, আর খারাপ করলে আমার বিরুদ্ধেও দাঁড়াবেন।"
ওসি নূরনবীর এই বক্তব্য সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়েছে এবং পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে অনুপ্রেরণা জুগিয়েছে।
এসআর
মন্তব্য করুন: