[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৫ ৫:০৮ পিএম

ফাইল ছবি

কাফরুল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক সুবীর ঘোষের তথ্য অনুসারে, নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য বিক্রির মামলায় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে বৃহস্পতিবার (৬ মার্চ) অনুষ্ঠিত শুনানিতে এই আদেশ জারি করা হয়।

 

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার এলাকা থেকে বুধবার (৫ মার্চ) গ্রেফতার করা হয়। মামলার সূত্রে জানা গেছে, গত বছর ৯ অক্টোবর ১১ কোটিরও বেশি মানুষের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে এনামুল হক নামক বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে কাফরুল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

 

মামলার এজাহারে অভিযোগ তোলা হয়েছে, যে অভিযুক্তেরা একটি সংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে নাগরিকদের এনআইডি তথ্য বিক্রির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছে। অভিযোগে বলা হয়েছে, জয় ও পলক সহ অভিযুক্তরা ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি ১৮২টি প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিগত তথ্য সরবরাহ করে ২০ হাজার কোটি টাকার আত্মসাৎ ঘটিয়েছেন। এ প্রক্রিয়ায় দেশের নাগরিকদের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা হয়নি, যার ফলে দেশের জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিরতা সৃষ্টি হয়েছে।

এই প্রেক্ষাপটে এনআইডি তথ্য বিক্রির মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমের বিরুদ্ধে তদন্তের আওতায় তাকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর