[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

৪৬১৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৫ ৯:০১ পিএম

ফাইল ছবি

রাজনৈতিক প্রতিহিংসা ও বিভিন্ন কারণে দায়ের করা ৪ হাজার ৬১৫টি হয়রানিমূলক মামলার প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণয় পর্যায়ের কমিটি।

 আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বুধবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে

হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করে। মন্ত্রণালয় পর্যায়ের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (আইন ও শৃঙ্খলা) ও যুগ্মসচিব (আইন) এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের একজন প্রতিনিধি।

কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখার উপসচিব বা সমপর্যায়ের কর্মকর্তা।

‘রাজনৈতিক, হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত হালনাগাদ তথ্য’ শীর্ষক এক নথিতে বলা হয়েছে, কমিটি এখন পর্যন্ত ছয়টি সভা করেছে, যেখানে মোট ৪ হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব মামলা পর্যালোচনার মাধ্যমে শুধুমাত্র হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো চিহ্নিত করে সুপারিশ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা এড়িয়ে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর