আগামী নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।
সকাল ১০টা ৬ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয় শাজাহান খান, আনিসুল হক, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলায়মান সেলিমসহ অন্যান্য আসামিদের।
এসময় এক সাংবাদিক তার বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, "তোমাদের দোয়ায় ভালো আছি। দোয়া করো, যেন দ্রুত মুক্তি পাই, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি এবং আগামী নির্বাচনে অংশ নিতে পারি।"
এক সাংবাদিক মন্তব্য করেন, "অনেকেই বলছেন, আপনারা দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন।" উত্তরে শাজাহান খান বলেন, "আমরা না অন্যরা দেশের বারোটা বাজিয়েছে—সেটা সামনে প্রমাণিত হবে।"
পরবর্তীতে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, "আপনি এত হাসেন কেন?" জবাবে তিনি বলেন, "আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসবো।"
কারাগারে কেমন আছেন জানতে চাইলে শাজাহান খান বলেন, "খুব ভালো আছি। এখানে অন্তত সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।
এসআর
মন্তব্য করুন: