[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৫ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৫ ২:২৯ পিএম
আপডেট: ০৫ মার্চ ২০২৫ ২:৩০ পিএম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট হিসাবগুলোতে মোট ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা রয়েছে বলে তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

তদন্ত চলাকালীন তিনি এসব অর্থ স্থানান্তর করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তাই ন্যায়বিচারের স্বার্থে তার ব্যাংক হিসাবগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর