বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত চার আসামিকে আগামী ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
পাশাপাশি, ৯ এপ্রিলের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।
প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।
এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের বিরুদ্ধে।
এছাড়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী এমরান চৌধুরী আকাশসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
শহিদ আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে গত ১৩ জানুয়ারি ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, চার আসামি বর্তমানে অন্য মামলায় কারাগারে রয়েছেন।
আদালত তাদের এই মামলায় হাজির করার নির্দেশ দিয়েছেন এবং প্রসিকিউশন তাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন করেছে।
মামলার তদন্ত প্রতিবেদন এপ্রিলে দাখিল করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসআর
মন্তব্য করুন: