রাজধানীর বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গত পাঁচ দিনে ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত পরিচালিত এই অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিভিন্ন ব্রিগেড, র্যাব এবং থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
মিরপুর, কামরাঙ্গীরচর, চকবাজার, মোহাম্মদপুর, হাতিরঝিল, উত্তরা, দক্ষিণখানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, পাসপোর্ট, এনআইডি, মোবাইল ফোন, সিমকার্ড, অবৈধ প্রসাধনী ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: