[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ৯:৫৫ এএম

ফাইল ছবি

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে, যাতে নাগরিকরা নির্ভয়ে চলাফেরা করতে পারেন ও নির্বিঘ্নে বিশ্রাম নিতে পারেন।”

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখতে বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থাপিত চেকপোস্টগুলোর কার্যক্রম তদারকি করা হচ্ছে।

উপদেষ্টা বলেন, “যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যৌথবাহিনীর অপারেশন সফলভাবে পরিচালিত হচ্ছে এবং থানাগুলো নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, ভোরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে শিথিলতা দেখা যায়, যা অপরাধীদের সক্রিয় হওয়ার সুযোগ তৈরি করে। এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর