[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

মৃত স্বামীর ঋণের দায়ে স্ত্রী কারাগারে, হাইকোর্টে তলব দুই বিচারক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ৯:৪৮ এএম

ফাইল ছবি

ফরিদপুরে মৃত স্বামীর ঋণের দায়ে স্ত্রীকে কারাদণ্ডে পাঠানোর ঘটনায় হাইকোর্ট ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ এবং অর্থ ঋণ আদালতের বিচারক এ কে এম রফিকুল হাসানকে তলব করেছে।

একই সঙ্গে ব্র্যাক ব্যাংক ফরিদপুরের বোয়ালমারী শাখার ব্যবস্থাপককেও আদালতে হাজির হওয়ার আদেশ দেয়া হয়েছে।

আদালতে আগামী ৬ মার্চ সশরীরে হাজির হয়ে বিষয়টির ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মামলার পাশাপাশি তিন এতিম শিশু সন্তানের মা, পপি খাতুনকেও জামিন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলার শুনানিতে আদেশ প্রদান করেন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের সচিব অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল জামিন আবেদনের পক্ষে বক্তব্য রাখেন, যেখানে আসামিপক্ষের পক্ষে আইনজীবী শাহ আলম সরকার ও আইনজীবী তপতী দাস উপস্থিত ছিলেন।

আইনজীবী তপতী দাসের বক্তব্য অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি জামিন আবেদনটি করা হয়। আদালতের শুনানির পর পপি খাতুনকেও জামিন প্রদান করা হয়েছে এবং একই সময়ে বিচারিক কর্তৃত্ব বহিঃর্ভূত আদেশ প্রদানের বিষয়ে ব্যাখ্যা দিতে দুই বিচারককে তলব করা হয়েছে।

আবেদনপত্রে রিটের শিরোনামে উল্লেখ করা হয়, মৃত পোল্ট্রি ব্যবসায়ী আমিন শেখ ও পপি খাতুন দম্পতির সন্তান—আইরিন (১০), আহমাদুল্লাহ (৫) ও জানাতুন নাঈমা (৪)—কে মামলার আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

মা পপি খাতুনের কারাদণ্ডের পর থেকেই এই এতিম শিশুদের নিয়ে শঙ্কা ও আতঙ্ক অব্যাহত, তারা প্রতিনিয়ত উদ্বেগের মধ্যে রয়েছেন, কখনও পুলিশ তাদেরও আটক করে নিতে পারে এই আশঙ্কা ভুগছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর