ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আকস্মিকভাবে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট, তল্লাশি চৌকি ও কয়েকটি থানা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
বারিধারার ডিওএইচএস থেকে রওনা দিয়ে তিনি বনানী মোড়, বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ, নিউমার্কেট থানা, শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা এবং গুলশান থানাসহ বিভিন্ন স্থানে যান।
পরিদর্শনের সময় উপদেষ্টা সংশ্লিষ্ট থানাগুলোতে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশনা দেন এবং রাজধানীসহ দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে তিনি গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বারিধারার বাসভবনে ফিরে যান। পথে তিনি কিছু অলি-গলিও ঘুরে দেখেন এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এসআর
মন্তব্য করুন: