অভিযান পরিচালনার সময় কোনো বাহিনীর সদস্যের গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানার শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ যদি দায়িত্বে অবহেলা করে, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।
সে পুলিশ হোক, বিজিবি হোক, র্যাব হোক, আনসার বা কারা অধিদপ্তরের সদস্য হোক—যদি ঠিকমতো কাজ না করে, আমরা তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।"
সাম্প্রতিক অভিযানের সফলতা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "সফলতা বা ব্যর্থতা আপনারা (সাংবাদিক) মূল্যায়ন করবেন। তবে আমরা অভিযান সঠিকভাবে পরিচালনার জন্য কাজ করছি। যদি কোনো বাহিনীর সদস্যের গাফিলতি ধরা পড়ে, তাহলে তাকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।"
চলমান অভিযানের সর্বশেষ আপডেট প্রসঙ্গে তিনি বলেন, "আপডেট জানানো আপনাদেরও দায়িত্ব। আপনারা সঠিক সংবাদ প্রকাশ করুন, আমরা ব্যবস্থা নেব। সত্য সংবাদের ভিত্তিতে আমরা অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।"
এসআর
মন্তব্য করুন: