[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

চলন্ত বাসে ডাকাতির ঘটনায় বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১:৪৮ এএম

ফাইল ছবি

যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বড়াইগ্রাম থানা পরিদর্শন শেষে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান তাকে নাটোর পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেন।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, ভুক্তভোগীরা থানায় সেবা নিতে এলে যথাযথ সহযোগিতা পাননি এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত করা হয়নি।

দায়িত্বে অবহেলার কারণে ওসি সিরাজুল ইসলামের বিরুদ্ধে কৈফিয়ত তলব করা হয়েছে এবং সাময়িকভাবে তাকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী ওমর আলী, মজনু মিয়া ও সোহাগ হাসান শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে মামলা দায়ের করেন।

মামলার বাদী ওমর আলী জানান, সোমবার রাত ১১টায় তারা চলন্ত বাসে ডাকাতির কবলে পড়েন। শুক্রবার ভোর চারটায় পুলিশের গাড়িতে করে তারা মির্জাপুর থানায় এসে মামলা দায়ের করেন। তবে এজাহারের বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে তিনি অবগত ছিলেন না।

এদিকে, ঘটনার পর পুলিশ বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজারকে আটক করে। নাটোরের বড়াইগ্রাম আমলি আদালত সূত্রে জানা যায়, বড়াইগ্রাম থানার এসআই শরিফুল ইসলামের স্বাক্ষরিত চালানমূলে আটককৃত চালক বাবলু ইসলাম (৩৫), চালকের সহকারী সুমন ইসলাম (৩৫) এবং সুপারভাইজার মাহবুব আলমকে (৩৮) আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর