[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

কুয়েটে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২:২৪ এএম

ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানায় দায়ের করা এ মামলায় ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

কুয়েটের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার ওসি কবির হোসেন জানিয়েছেন, মামলায় অজ্ঞাতপরিচয় ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলা বিশ্ববিদ্যালয়ের ৯৮তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী দায়ের করা হয়। ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।

সভায় হামলার ঘটনায় জড়িত বহিরাগতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্ট দোষী শিক্ষার্থীদের চিহ্নিত করা এবং বিশ্ববিদ্যালয়ের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে, রাজনীতিতে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রেও তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা, এমনকি আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর